ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২১ জুলাই ২০২৫

নাটোরের লালপুরে নিখোঁজের দুদিন পর সুইট (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বিজয়পুর মহল্লার পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুইট একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বাড়ি থেকে বের হয়ে সুইট আর ফিরে আসেনি। পরিবারের লোকজন খুঁজেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। সোমবার দুপুরে বিজয়পুর পাটক্ষেতের কাছে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় লোকজন সুইটের বাবা আব্দুর রহিমকে জানান। পরে আব্দুর রহিমসহ এলাকাবাসী ভেতরে ঢুকে সুইটের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস