ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যানারে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এ ঘটনা ঘটে।

শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জিয়া বলেন, ‘বিকেলে কাদৈর বাজারে আমাদের দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্যসচিব মতিন মেম্বারের নেতৃত্বে কাদৈর বাজারের বিএনপির অফিসে হামলা করে মিটিং পণ্ড করা হয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। এসময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিত করে।’

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর

শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মতিন মেম্বার বলেন, ‘তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করে। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু বাগবিতণ্ডা হয়।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম