ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ
বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ১২ ঘণ্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু করে বলে নিশ্চিত করেন বিআইডব্লিটিসির ভোলার ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল ৬টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে মনপুরা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, মির্জাকালু-আলেকজেন্ডার, হাকিমউদ্দিন-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরাসহ বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএর ভোলা সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন তথ্য নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ওইসব রুটের ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ চলাচল।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম