ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র এখনো ব্যর্থ: আখতার হোসেন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র এখনো ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে একজন নারী স্কুলে যাবে, আর কেউ এসে তাকে প্রস্তাব দেবে—প্রস্তাবে রাজি না হলে তাকে ধর্ষণের হুমকি দেবে বা ধর্ষণ করবে।

আখতার হোসেন আরও বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যারা জনগণের ওপর গুলি চালিয়েছিল, এখন তারা বিভাজনের রাজনীতি করতে চায়। ইতিহাস সাক্ষী, এ দেশের মানুষ বার বার ধর্ম-বর্ণ-গোত্র ভুলে জাতির স্বার্থে একত্র হয়েছে। এই বাংলাদেশকে গড়তে হলে পাসপোর্ট অফিস, রেজিস্ট্রি অফিস, থানা, আদালতসহ প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার করতে হবে, জনগণের সেবার উপযোগী করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে, কিছু অঞ্চল বিচ্ছিন্ন করার অপচেষ্টা হচ্ছে। আমরা শপথ করে বলছি—আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতেও বাংলাদেশের এক ইঞ্চি জমিও পরাধীন হতে দেবো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ ও উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির।

উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

এসকে রাসেল/জেডএইচ/জিকেএস