ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মদের আসরে বন্ধুকে পিটিয়ে হত্যা, মরদেহ ভাসিয়ে দেওয়া হলো খালে

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৭ জুলাই ২০২৫

মদের আসরে বাগবিতণ্ডা। একপর্যায়ে বন্ধুকে পিটিয়ে হত্যা। পরে খালে ভাসিয়ে দেওয়া হয় মরদেহ। এমনই ঘটনা ঘটেছে বান্দরবানের রোয়াংছড়িতে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দুপুরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উপজেলার বেক্ষ্যংপাড়া তারাছা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম উথোয়াইশৈ মারমা (১৮)। তিনি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।

আটকরা হলেন উনুসিং মারমা (২৬) ও হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)। তারা একই পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার (২৬ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে মদ্যপ অবস্থায় উথোয়াইশৈ মারমা, উনুসিং মারমা ও হ্লাথোয়াইহ্রী মারমার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উথোয়াইশৈ মারমার মাথায় পাথর দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে আসামিরা তার মরদেহ খালের পানিতে ভাসিয়ে দেন।

পরে বিষয়টি গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে নিহতের বাবা শৈচনু মারমা স্থানীয় ইউপি সদস্যকে জানান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে বেক্ষ্যংপাড়া এলাকার তারাছা খাল থেকে মরদেহ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে পুলিশ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

নয়ন চক্রবর্তী/এসআর/এমএস