ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে প্রকাশ্যে সাংবাদিককে মারধর, ৪ মাসেও গ্রেফতার হয়নি কেউ

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৭ জুলাই ২০২৫

বরিশালে আদালত প্রাঙ্গণে দুই সাংবাদিককে প্রকাশ্যে মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার প্রধান আসামি সোহেল রাঢ়ির সঙ্গে পুলিশের সুসম্পর্ক থাকায় আসামিরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন আসামিদের দেখামাত্রই গ্রেফতার করা হবে।

জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ঘটে যাওয়া ওই ঘটনায় চলতি বছরের ২৭ মার্চ দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়িসহ ১৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ জনকে আসামি মামলা হয়।

আসামি হলেন, বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাঢ়ি (৩০), বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস (২৬), মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মো. মাসুদ হাওলাদার মাসুম (৩৫), মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর হোসাইন খান (৩৫), মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন (৩৫), বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ (৩৪) ও আমজাদ হোসাইন (৩৫), জেলা ছাত্রদলের সদস্য নাঈম (২৬), মো. জাহিদ (২৫), মো. শাওন (২৮), মো. মাহিম (২৬), জুয়েল শেখ (৩০) ও মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ সিকদারসহ (৩৭) অজ্ঞাতপরিচয়ের আরও ৮/১০ জন।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালী মডেল থানার এসআই মো. রেজাউল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর ২ নম্বর আসামি আলমাসকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

শাওন খান/আরএইচ/এমএস