ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৮ জুলাই ২০২৫

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও প্ররোচনার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আসামি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে ব্যবসায়ী ইলিম হোসেন (৪৩)। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আনসার ভিডিপি একাডেমির সামনে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনার প্রায় এক বছর পর মামলাটি রুজু করা হয়েছে।

মামলার বাদী তার সহযোদ্ধা উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে আবু সাইদ ওরফে রাজু। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে নিহত ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া বলেন, ‌‘আমরা কোনো মামলা করিনি। গতকাল (রোববার) সকালে থানা থেকে পুলিশ বাড়িতে এসেছিল। তাদের বলে দিয়েছি, আমরা কোনো মামলা করবো না। তাই মামলা কে করেছে সেটিও আমাদের জানা নেই।’

কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, নিহতের সহযোদ্ধা হিসেবে আবু সাইদ রাজু থানায় এজাহার দিয়েছেন। যেহেতু এজাহার পেয়েছি এবং ঘটনাও ঘটেছে, তাই মামলাটি করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস