ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাত মাসেও সংস্কার হয়নি ভাঙা ব্রিজটি

প্রকাশিত: ১০:১১ এএম, ০৯ জুন ২০১৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠি নদের ওপর এলজিইডি নির্মিত আয়রন ব্রিজটি প্রায় সাত মাস আগে ভেঙে গেলেও সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

ফলে দীর্ঘা ও দেউলবাড়ি ইউনিয়নের নাওটানা ও পাকুরিয়াসহ কয়েক গ্রামের হাজার হাজার অধিবাসী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
 
স্থানীয়রা জানান, সাত মাস আগে বালু বোঝাই একটি কার্গো রাতের আধাঁরে ব্রিজটির নিচ দিয়ে যাওয়ার সময় অসাবধানবসত লোহার খুঁটিতে প্রচণ্ড বেগে ধাক্কা দিলে ব্রিজের অর্ধেক অংশ মুহুর্তেই নদের গর্ভে নিমজ্জিত হয়। এসময় কার্গোটিও ক্ষতিগ্রস্থ হয়।

দেউলবাড়ি দোবরা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউল্লাহ অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ব্রিজটি এ অবস্থায় পড়ে থাকা সত্বেও ব্রিজটি মেরামত না করায় ব্রিজ সংলগ্ন নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চাঁদকাঠি নদের দুই পাড়ের নাওটানা ও পাকুরিয়া গ্রামের কয়েক হাজার অধিবাসী ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে।
 
এ বিষয় পিরোজপুর এলজিইডি দফতরের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান জানান, ভাঙা ব্রিজের ব্যাপারে ঢাকা এলজিইডি অফিসে জানানো হয়েছে।

হাসান মামুন/এফএ/পিআর