ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, অল্পে রক্ষা ২০ যাত্রীর প্রাণ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৯ জুলাই ২০২৫

শরীয়তপুরের জাজিরায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে সামান্য আহত ছাড়া অল্পতেই রক্ষা পেয়েছে অন্তত ২০ যাত্রী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহন নড়িয়া থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে কাজিরহাট এলাকায় বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তাদের অনেকেই জানালা দিয়ে বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে অন্য একটি বাসে করে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

খাদে নামলো বাস, অল্পে রক্ষা ২০ যাত্রীর প্রাণ

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকাগামী একটি বাস খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে যাত্রীদের কেউ গুরুতর আহত হননি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বিধান মজুমদার অনি/এসআর/এমএস