ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:২২ পিএম, ০৯ জুন ২০১৬

জঙ্গি তৎপরতার অভিযোগে মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শত্রুজিৎপুর আম বাগান এলাকা থেকে জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার সহযোগী সোয়াইবকে গ্রেফতার করেছে পুলিশ।

আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে সদর থানায় নাশকতার অভিযোগে ৬টি মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি