ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে চাঁদাবাজিসহ একগুচ্ছ অভিযোগ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ৩০ জুলাই ২০২৫

চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানতে কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপিত জেলা বিএনপির বক্সে এক সপ্তাহে চারটি অভিযোগ জমা পড়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে বক্সটি খুলে অভিযোগ পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে ছিল কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে চাঁদা আদায়, লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা, জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠের মধ্যে হত্যাকাণ্ডের বিচার দাবি এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে শহরের ধোপাপাড়া, মধ্য মিলপাড়া কলোনিতে সাজু বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ।

বক্স খুলে চিঠি পড়ার সময় প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সভাপতি সাংবাদিক লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দাস হোসেন সেলিমসহ গণমাধ্যমকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন।

চিঠিপাঠ শেষে জাকির হোসেন সরকার বলেন, ‌‘মানুষ অভিযোগ জানাতে শুরু করেছে। আমরা খুব শিগগির অভিযোগগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। প্রাপ্ত অভিযোগের বিষয়ে আমরা কী ব্যবস্থা নিচ্ছি, সেটি গণমাধ্যমকর্মীদের অবহিত করা হবে। যেগুলো আইনি বিষয়, সেটা আদালত কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখবেন।’

এর আগে গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। শহরের আরও কয়েকটি স্থানে এমন বক্স বসানোর কথা জানান তারা।

আল-মামুন সাগর/এসআর/এএসএম