ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ১০:০৯ পিএম, ৩১ জুলাই ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে মোটরসাইকেলকে তেলবাহী লরি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী মনজুর আলম শিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এসময় পেছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
‎‎‎
‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম মাঈন উদ্দিন/এসআর