ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুর

জুলাই সনদ-গণহত্যার বিচার দাবিতে শিবিরের ‘দ্রোহ মিছিল’

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০১ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাজীপুরে ‘জুলাই দ্রোহ মিছিল’ করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১ আগস্ট) সকালে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ মিছিল হয়। মিছিলে কাফনে মোড়ানো প্রতীকী মরদেহ নিয়ে রক্তাক্ত ও আহত বেশে কর্মীরা অংশ নেন।

মিছিলটি সকাল ১০টায় জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত। জেলা সেক্রেটারি ইসমাইল পাঠান সঞ্চালনা করেন।

এসময় গাজীপুর মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

নেতারা বলেন, জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়। অসংখ্য হত্যাকাণ্ড হলেও সেই বিচার হয়নি। যারা অতীতে খুন-গণহত্যায় লিপ্ত ছিল, তারাই এখনো নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীও জীবিত থাকতে এ দেশে আর কোনো গণহত্যা চালাতে দেওয়া হবে না। কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম