ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে বাকৃবির ২০ ভেড়ার মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০১ আগস্ট ২০২৫

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে কাটা পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০টি ভেড়া মারা গেছে।শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাকৃবিতে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘৫০টি ভেড়া বাকৃবির পশুপালন অনুষদের তত্ত্বাবধানে গবেষণার জন্য ছিল। সকালে এগুলো খামার থেকে ছেড়ে দিলে রেললাইন দিয়ে হাঁটছিল। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা এলাকা পর্যন্ত আসতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়া ৫০টি ভেড়ার মধ্যে ২০টি ভেড়া ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে ভেড়াগুলো মারা যায়।

তিনি আরও জানান, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।’

কামরুজ্জামান মিন্টু/আরএইচ