ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে লোকালয়ে ফিলিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০২ আগস্ট ২০২৫

পঞ্চগড়ে লোকালয়ে এলপিজি ফিলিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করে পরিবেশ আন্দোলন (বাপা)।

কর্মসূচিতে বাপা পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সরকার হায়দারসহ বিভিন্ন উপজেলার পরিবেশকর্মীরা বক্তব্য দেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শহরের সাব রেজিস্ট্রি অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এর পাশে রয়েছে একটি মসজিদ ও পঞ্চগড় ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া শহরের ঘন বসতিপূর্ণ একটি জনবহুল আবাসিক এলাকায় কীভাবে এলপিজি ফিলিং স্টেশনের অনুমতি দেওয়া হচ্ছে। অবিলম্বে এ এলপিজি ফিলিং স্টেশনের প্রাথমিক অনুমোদন বাতিল করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করছি।

সফিকুল আলম/আরএইচ/এএসএম