ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার

প্রকাশিত: ০৪:৫২ এএম, ১০ জুন ২০১৬

শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে বর্তমান সভাপতি মো. ফারুক চৌকিদার ও সাবেক সভাপতি মো. মতিউর রহমান মিয়া (মতি) এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মো. আলী আজ্জম মাদবর ও সাবেক সাধারণ সম্পাদক মো. এলিম পাহাড় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর প্রতীক দেখে নয় বরং সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ ভোটাররা।

Shariotpur

হাঁট-বাজার, বাসসহ রাস্তার মাথার উপর ঝুলছে প্রার্থীদের সাদা-কালো ব্যানার-পোস্টার। নির্বাচনকে ঘিরে শরীয়তপুর নতুন বাসস্ট্যান্ড আনন্দের উৎসব চলছে। তাই প্রতীক পেয়ে ভোটের লড়াইয়ে নেমে পড়েছে প্রার্থীরা। প্রার্থীদের কাছে দোয়া আর নিজের জন্য ভোট চাইছেন। শ্রমিকদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনার শেষ নেই। সেক্ষেত্রে উঠান বৈঠক হতে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই একই আলোচনা কে হচ্ছেন এবার সভাপতি, কে হবেন সাধারণ সম্পাদক। তবে মার্কা নয়, শ্রমিকেরা সুযোগ সুবিধা পাবেন এমন যোগ্য ও সৎ ব্যক্তিকেই নির্বাচিত করার কথা ভাবছেন সাধারণ ভোটাররা।

আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন মো. আব্দুল বারেক মিয়া জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

ছগির হোসেন/এসএস/পিআর

আরও পড়ুন