জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি
চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাতে জামালপুর সদরের উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (৩ আগস্ট) স্থানীয়রা জানান, গতরাতে তিন ব্যক্তি ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করেন। এসময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর মারধর করা হয়। মারধরে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
জামালপুর বাওড়ামাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল প্রতিবেদনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ