জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি
চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাতে জামালপুর সদরের উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (৩ আগস্ট) স্থানীয়রা জানান, গতরাতে তিন ব্যক্তি ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করেন। এসময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর মারধর করা হয়। মারধরে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
জামালপুর বাওড়ামাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল প্রতিবেদনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার