ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গু‌লি ও ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৬:০০ এএম, ০৪ আগস্ট ২০২৫

রাজবাড়ী‌র পাংশায় প‌রিত‌্যক্ত অবস্থায় এক‌টি বাজা‌রের ব‌্যাগ থে‌কে দেশীয় তৈ‌রি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গু‌লিসহ তিনটি কক‌টেল উদ্ধার ক‌রে‌ছে র‌্যাব-১০।

রোববার (৩ আগস্ট) রাত ৯টার দি‌কে ফ‌রিদপুর র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

র‌্যাব-১০ জানায়, রোববার দুপু‌রে ফরিদপুর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী পাংশা কুঠিমালিয়াট এলাকার আয়াত আলীর চায়ের দোকানের পূর্ব পার্শ্বে ঝোপের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় একটি বাজারের ব্যাগের ভেতর থে‌কে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত আলামত পাংশা থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

রু‌বেলুর রহমান/এমকেআর