কক্সবাজার
লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বনে অবমুক্ত
কক্সবাজারের রামুতে লোকালয় থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি স্থানীয় বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে অজগরটি উদ্ধার ও বিকেলে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়ায় স্থানীয়রা সাপটি দেখে বন বিভাগকে খবর দেয়। এসময় সাফটি একটি মা ছাগল মেরে ফেলে তা খাওয়ার চেষ্টা করছিল।
রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে লোকালয় থেকে সাপটি উদ্ধার করার পর রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।’
সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার