ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ধরে আনুন: মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৫ আগস্ট ২০২৫

ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

তিনি বলেন, সরকারকে বলছি, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি আছে। এই চুক্তি এখনো বহাল। সেই চুক্তির বলে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন। বাংলাদেশের সব শহীদ, সব মজলুম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে হাসিনার ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া তার অন্য কোনো বিচার আমরা মানি না।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের প্রথম বছর উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন মাসুদ সাঈদী।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছেন। এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয় যে, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু করেছিল, টোটাল বিচারটাই ছিল নাটক।

মাসুদ সাঈদী আরও বলেন, মিথ্যা সাক্ষী এবং নাটকের বিনিময়ে যে বিচারক, যে উকিলরা এ বিচার সাজিয়েছেন, যে বিচারকরা এই মামলার রায় দিয়েছেন প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজাকারের ব্যবসা করতে করতে আম-ছালা সব হারিয়ে এখন ভারতে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরে এখন অনেকেই ওই রাজাকারের ব্যবসা শুরু করেছে। রাজাকারের ব্যবসা আর বাংলাদেশে চলবে না। একদল রাজাকারের ব্যবসা করতে গিয়ে আম-ছালা হারিয়েছে, তোমরা কি হারাবা সেটা হিসাব করো।

নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, প্রশাসন সুষ্ঠু একটি পরিবেশ তৈরি করে দেবে ভোটের জন্য।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম