ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে দুই চরমপন্থী নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১০ জুন ২০১৬

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকা থেকে দুই চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সদর উপজেলার হুগড়া এলাকার মরহুম খোরশেদ মিয়ার ছেলে ও চরমপন্থী দলের আঞ্চলিক নেতা খোকা (৩০) ও মুকুলকে  (৩৩) গ্রেফতার করা হয়।

হুগড়া এলাকায় চরমপন্থী দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালে ১০ আগস্ট চরমপন্থী নেতা হক সাহেবকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত দুইজন এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের কাছ থেকে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবারটিও উদ্ধার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস