ধরলায় ভেসে এলো ভারতীয় শিশুর মরদেহ, পতাকা বৈঠকে হস্তান্তর
লালমনিরহাটের ধরলা নদীর গুড়িয়াটারী এলাকা থেকে ভেসে আসা ভারতীয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পাটগ্রাম থানার পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয়ভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। জেলা পুলিশের সহায়তায় আশপাশের থানাগুলোতেও খবর পাঠানো হয়। কিন্তু কোনো তথ্য না মেলায় বিজিবির মাধ্যমে ভারতের সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানা থেকে জানানো হয়, শিশুটির নাম শঙ্খদীপ ঘোষ (৮)। সে ওই জেলার বিশ্বদীপ ঘোষের ছেলে।
পুলিশ জানায়, সোমবার নদীতে গোসল করতে গিয়ে শঙ্খদীপ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে ময়নাগুঁড়ি থানায় সাধারণ ডায়েরি করা হলে বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়। বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে পরিচয় না পেয়ে বিজিবির সহযোগিতায় ভারতের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করি। পরে ময়নাগুঁড়ি থানা নিশ্চিত করে শিশুটি তাদের এলাকার।
পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, শিশুটির বাবাকে ছবি দেখানো হলে তিনি তা শনাক্ত করেন। পরবর্তীতে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
মহসীন ইসলাম শাওন/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি
- ২ ঘন কুয়াশা-হিম বাতাসে স্থবির কুড়িগ্রামের জনজীবন
- ৩ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
- ৪ এনসিপি নেতাকে আ’লীগের কর্মী হিসেবে গ্রেফতার, ওসিকে আদালতে তলব
- ৫ হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের