চুনারুঘাটে ভাগ্নের হাতে মামা খুন
প্রতীকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাগ্নের ধারালো অস্ত্রের আঘাতে মামা ছেরাগ আলী (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোন নুর নাহারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেওয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও ছেলে বিকাশকে নিয়ে বাধা দেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে বিকাশ হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মামা ছেরাগ আলীকে আঘাত করে। এতে চেরাগ আলী গুরুতর আহত হলে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান