মাধবপুরে নির্বাচনী বিরোধের জেরে বৃদ্ধা নিহত
হবিগঞ্জের মাধবপুরে দুই মেম্বারের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মিরাশ বেগম (১১০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খরকি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার মোনায়েম খাঁ এবং পরাজিত মেম্বার আব্দুল হাইয়ের সমর্থকদের মধ্যে নির্বাচনী বিরোধ নিয়ে শুক্রবার প্রথম দফায় সংর্ঘষ হয়। এতে মোনায়েম খাঁর সমর্থক আহত ফারুক মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান।
এ খবর এলাকায় পৌঁছালে মোনায়েম খাঁর সমর্থকরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তারা আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালায়। এসময় তার বাড়িঘর ভাঙচুর করতে থাকলে আব্দুল হাইয়ের বোন মিরাশ বেগম এগিয়ে গিয়ে বাধা দিতে গেলে তার উপর হামলা করে মোনায়েম খাঁর সমর্থকরা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
মাধবপুর থানার ওসি (তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিরাজ বেগমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
সৈয়দ এখলাচুর রহমান খোকন/এসকেডি