ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

প্রকাশিত: ০২:৩০ এএম, ১২ জুন ২০১৬

মানিকগঞ্জে কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি নারায়নগঞ্জ জেলায়।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানা পুলিশের একটি দল প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন। সকালে জোকা এলাকায় কর্তব্যরত অবস্থায় কনস্টেবল জাকিরকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খোরশেদ/এফএ/এবিএস