এক ইলিশের দাম ৬ হাজার টাকা
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে পায়রা নদীতে স্থানীয় জেলে নীরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি এটি উপজেলার সুবিদখালী বাজারের মৎস্য আড়তে নিয়ে যান।
আড়তে ব্যবসায়ী হরেন বাবু জানান, মাছটি নিলামে জাকির হোসেন নামের এক ব্যবসায়ী ৬ হাজার টাকায় কিনে নেন। এ সময় বাজারে ভিড় জমে যায় উৎসুক মানুষের। সচরাচর এত বড় ইলিশ এ বাজারে পাওয়া যায় না বলেও তিনি জানান।
জাকির হোসেন বলেন, এত বড় ইলিশ এখন সচরাচর মেলে না। তাই নিলামে কিনেছি। মাছটি বিক্রি করে কতটা লাভ হবে তা এখনই বলা যাচ্ছে না।

জেলে নীরব হাওলাদার বলেন, এর আগে এতো বড় ইলিশ পাইনি। মাছটি পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। ভালো দামে মাছ বিক্রি করতে পেরেছি।
মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি দেড় কেজির আশপাশে ইলিশ ধরা পড়ছে। তবে এক কেজি ৮২০ গ্রাম ওজনের ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হওয়াটা কিছুটা বেশি দাম। নিয়ম মেনে মাছ ধরা ও অবরোধকাল মেনে চলার কারণে বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা বাড়ছে।
মাহমুদ হাসান রায়হান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার