ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে জেএমবি সদস্যসহ আটক ৫২

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১২ জুন ২০১৬

টাঙ্গাইলে জেএমবির তালিকাভুক্ত সদস্য আকরামুল ইসলামসহ (২৬) ৫২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আকরামুল ইসলাম মির্জাপুর উপজেলার আদাবাড়ি গ্রামের ইসহাক আলীর ছেলে। শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, আকরামুল ইসলামের বিরুদ্ধে ২০০৫ সালে সবুজবাগ থানায় দুইটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। একই বছর তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। এছাড়াও সে হবিগঞ্জে ৫টি মামলা থেকে অব্যহতিপ্রাপ্ত আসামি।

আরিফুর রহমান টগর/এফএ/এবিএস