ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় তিন জামায়াতকর্মীসহ গ্রেফতার ৪৮

প্রকাশিত: ০৬:০৪ এএম, ১২ জুন ২০১৬

জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা থেকে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াতের তিন কর্মীও রয়েছেন।

শনিবার সন্ধ্যা থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থানায় ১৯ জন, কলারোয় থানায় ৫ জন, তালা থানায় ৫ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৫ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ২ জন ও পাটকেলঘাটা থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন জামায়াতের কর্মী রয়েছেন। তাদের নেমে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আকরামুল ইসলাম/এফএ/এবিএস