ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৮:১৬ এএম, ১২ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সারবোঝাই ট্রাক উল্টে ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করলে দুপুর ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সদ্য পদোন্নতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুপুরে আশুগঞ্জ সার কারখানা থেকে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ওভারলোডেড থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় তা উল্টে যায়।

এতে মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ তাকে। পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করলে দুপুর একটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

আরও পড়ুন