মাদারীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১
মাদারীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী মো. ইলিয়াস আহম্মেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোরে শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইলিয়াস কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া এলাকার বেলাল আহম্মেদের ছেলে।
মাদারীপুর গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মাদকের এই চালানটি কক্সবাজার থেকে কাওড়াকান্দি নৌরুট হয়ে খুলনা যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ইলিয়াসকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নাসিরুল হক/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি