ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যসহ গ্রেফতার ৪৩

প্রকাশিত: ০৯:৫১ এএম, ১২ জুন ২০১৬

দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি দমনের অংশ হিসেবে বরগুনায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিরাব রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রয়েছে।

গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শহিদ (৩৫) বামনা উপজেলার যাদবপুর গ্রামের আইউব আলীর ছেলে এবং সদর উপজেলার উকিলপট্টি এলাকার বাসিন্দা। রোববার রাতে তাকে উকিলপট্টি এলাকা থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমতলী থানায় সাত জন, তালতলীতে ৯ জন, সদর থানায় ১১ জন, বেতাগী থানায় তিন জন, পাথরঘাটা থানায় ১১ জন এবং বামনা থানায় দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছিল পুলিশ।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ