ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলবাড়ীতে বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:১৩ এএম, ১২ জুন ২০১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ প্রদিপ চন্দ্র (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত প্রদিপ চন্দ্র বিরামপুর উপজেলা দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত প্রফুল্য চন্দ্রের ছেলে।

রোববার বেলা ১২টায় ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগষ্ঠ ফুলবাড়ী রক্ষা আন্দোলনে অংশ নিয়ে তৎকালীন বিডিআরের গুলিতে গুরুতর আহত হন প্রদিপ।

এমদাদুল হক মিলন/এমএস