ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বয়লার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ১০:৫০ এএম, ১২ জুন ২০১৬

বগুড়ার শিবগঞ্জে চাতালের বয়লার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত জেবুন নেছা (৪৫) নিহত হয়েছেন। এসময় অন্তত আরো চারজন আহত হন। রোববার দুপুরে উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে খয়রাপুকুর বাজারস্থ হাকিম চাউল কলের স্বত্বাধিকারী আব্দুল বাছেদ ফজলুর চাতালে ২০০ মন ধান সিদ্ধ করার জন্য হাউজে গ্যাস দেয়ার চেষ্টা করা হচ্ছিল। এসময় হঠাৎ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিকট শব্দে বিস্ফোরণের ফলে ধোঁয়া পারাপারের উপরের চিমনি ফেটে ২০০ গজ দূরে জমিতে পড়ে যায়। এসময় চাতালে কর্মরত নারী শ্রমিক পালিকান্দা সরদারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী জেবুন নেছা (৪৫) ঘটনাস্থলেই মারা যান।

দূর্ঘটনায় আহত শ্রমিকরা হলেন, পালিকান্দা গ্রামের ছিদ্দিকের স্ত্রী সাজেদা বেগম (৪৫), দুপঁচাচিয়া উপজেলার বড়াইগ্রামের শরিফুল ইসলাম (৩২), পালিকান্দা গ্রামের আব্দুল কুদ্দুস (৩৫) ও নূরুল ইসলাম (৩৩)।

প্রত্যক্ষদর্শী চাউল কল মালিক আব্দুল বাছেদ ফজলু জাগো নিউজকে জানান, চাতালের হাউজের গেটের চাবি সঠিক সময়ে না খোলার কারণে ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে যায়। এরপর বিস্ফোরণ ঘটে। শ্রমিকদের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গণি মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এআরএ/পিআর