জয়পুরহাটে জেএমবির সদস্যসহ আটক ৪৪
প্রতীকী ছবি
জয়পুরহাটে বিশেষ অভিযানে জেএমবির আট সদস্যসহ বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে জয়পুরহাট সদর থানায় ২৩ জন, পাঁচবিবি থানায় সাত জন, ক্ষেতলাল থানায় দুইজন, কালাই থানায় আট জন, আক্কেলপুর থানায় চার জন। এদের মধ্যে জেএমবি সদস্য জয়পুরহাট সদর থানায় চয় জন ও ক্ষেতলাল থানায় দুই জন।
জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুপ্তহত্যার ঘটনায় সারা দেশের ন্যায় জয়পুরহাটেও চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। অপরাধীদের ধরতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
রাশেদুজ্জামান/এআরএ/এমএস