ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক-নসিমন সংঘর্ষে ৪ নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৩ জুন ২০১৬

কুষ্টিয়ার বটতৈলে ট্রাক-নসিমনের সংঘর্ষে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার ভোর পৌনে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইবি থানার লক্ষ্মীপুর থেকে নসিমনযোগে ৭ জন নারী শ্রমিক কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক নসিমনটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাকি ৩ শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।

তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/এবিএস