ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৩ জুন ২০১৬

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আইনউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে সাজেদা বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশান গোপালপুর ইউনিয়নের সোনাই মোল্লার মেয়ে সাজেদা বেগমের কয়েক বছর আগে বিয়ে হলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি এলাকায় সুদের ব্যবসা করতেন।

শনিবার বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি টাকা দেবে বলে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রোববার রাতে নিহতের মরদেহ পাটক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয় এলাকাবাসী।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর গলাটিতে হত্যা করা হয়েছে।

তরুন/এফএ/এবিএস