ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৩ জুন ২০১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে দেহুন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে করিমগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি দলীয় প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা চালায়। হামলায় আহত হন একজন সহকারী প্রিসাইডিং অফিসার। এ সময় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। একই কারণে দেহুন্দা ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

এ ঘটনায় ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মজিবুর রহমান বাদী হয়ে ওই দিনই করিমগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বিএনপি দলীয় প্রার্থী মো. তাজুল ইসলামকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩00 জনকে আসামি করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, `পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জড়িত থাকার সন্দেহে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

নূর মোহাম্মদ/এসএস/পিআর

আরও পড়ুন