জয়পুরহাটে জেহাদি বইসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রাম থেকে নারীসহ জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়। সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালতের বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দরগাপাড়া গ্রামের মৃত শহিদুল ইসরামের স্ত্রী আখতার বানু (৫৫), আখতার বানুর ছেলে মওদুদ হাসান (২৭) ও রংপুরের তারাগঞ্জ উপজেলার ভীমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আসাদুল্লাহ (২৯)।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, একদল জেএমবি পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামের শামিম সরদারের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শামিমসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেলেও ওই তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।
রাশেদুজ্জামান/এআরএ/পিআর