ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় জেএমবি সদস্যসহ গ্রেফতার শতাধিক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ জুন ২০১৬

চলমান জঙ্গি বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বগুড়ায় আরো ৩ জেএমবি সদস্যসহ একশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীও রয়েছেন।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার ১২টি থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে গত চব্বিশ ঘণ্টায় তিন জেএমবি সদস্যসহ মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন, শিবগঞ্জ উপজেলার আটমুল গ্রামের আবু বাক্কারের ছেলে আব্দুল আউয়াল (২৫), গাবতলী উপজেলার রানিরপাড়া মরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আহসান হাবিব ওরফে জামাত আলী (৩৮) এবং শাজাহানপুর উপজেলার বামুনিয়া ফকিরপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আবু তাহের (৩৫)।

অভিযানকালে গ্রেফতারকৃত জেএমবি সদস্য আব্দুল আউয়ালের বাড়ি তল্লাশি করে তিনটি ধারালো ছোরা ও একটি হাসুয়া উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে গ্রেফতার হওয়া জামায়াত-শিবির নেতাকর্মীরা হলেন, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আল-আমিন (৪৬), শিবির কর্মী রওশন আলী (৪০), আরিফুল ইসলাম (২০), ছারোয়ার হোসেন সাগর (২০), জামায়াত কর্মী আব্দুল আলিম (৪২) ও আবু তাহের (৩৫)।

এআরএ/পিআর