মাইজদী-লাকসাম সড়ক চার লেন করার দাবি
নোয়াখালীর মাইজদীর সোনাপুর থেকে লাকসাম-লালমাই-পদুয়া বাজার সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নোয়াখালীর চৌমুহনীর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মাবনবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফজলে এলাহী সোহাগ মিঞা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাহাব উদ্দিন, চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নানসহ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে লাকসাম-লালমাই-পদুয়া বাজার সড়কটিতে যান চলাচল দিন দিন বৃদ্ধি পেলেও সড়কটির মান উন্নয়ন হয়নি এবং এটি সম্প্রসারণ না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের স্বার্থে সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি।
পরে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে`র কাছে স্মারকলিপি দেয়া হয়।
মিজানুর রহমান/এসএস/এবিএস