স্ত্রী নির্যাতনের দায়ে আদালতের এপিপি কারাগারে
প্রতীকী ছবি
লালমনিরহাটে স্ত্রী নির্যাতনের মামলায় জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আহসান হাবীব সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন সহকারী পাবলিক প্রসিকিউটর আহসান হাবীব সবুজকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন।
কালীগঞ্জ থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আহসান হাবীব সবুজ বিয়ের পর থেকেই স্ত্রী ফারহানা আক্তারকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানুষিক নির্যাতনও করেছেন। তাদের ঘরে ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। এই অবস্থায় নির্যাতন সইতে না পেরে ফারহানা আক্তার কালীগঞ্জ থানায় গত সোমবার একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ সবুজকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে পাঠায়।
মামলার বাদী ফারহানা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ বলেন, এপিপির বিরুদ্ধে তার স্ত্রী যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে শারীরিক ও মানুষিক নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন