মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিললো জেলের মরদেহ
পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের দুদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগংঙ্গা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই জেলের নাম নজরুল ইসলাম (৫৬)। তিনি পার্শ্ববর্তী নেছারাবাদ থানার সেহাঙ্গল গ্রামের শাজাহান হোসেনের ছেলে।
কাউখালী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সন্ধ্যা নদীতে জেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন নজরুল ইসলাম।
তরিকুল ইসলাম/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাত ছাত্রলীগের
- ২ ফেরিতে ট্রাক চালু হয়ে আরও ৪ গাড়ি নিয়ে পড়লো নদীতে, এক চালক নিখোঁজ
- ৩ হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ
- ৪ ময়মনসিংহের ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি: র্যাব
- ৫ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্য জিতলেন বাংলাদেশের জুমার-উর্মি