নৌমন্ত্রীর আশ্বাসে ঠাকুরগাঁওয়ে যান চলাচল শুরু
ফাইল ছবি
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এর আশ্বাসের ভিত্তিতে ঢাকার সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতারা রাত থেকে সকল কোচ চালানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত সাতদিন ধরে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব বাস চলাচল বন্ধ ছিল। বাস শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাদের সিদ্ধান্তে ঢাকাগামী এসব বাস চলাচল বন্ধ ছিল।
ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন জানান, বুধবার রাতে নৌপরিবহনমন্ত্রী শাহজানান খান শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ককে ফোন দিয়ে আশ্বাস দেন যে আমাদের দাবি মেনে নেবেন। আর সকল নেতাকে একত্রিত হয়ে শুক্রবার ঢাকা এসে আলোচনায় বসার আহ্বান জানান।
রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান