মোংলায় মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনী মোতায়েন
মন্দিরগুলোর নিরাপত্তায় নৌবাহিনীর সদস্যরা/ ছবি: জাগো নিউজ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বাগেরহাটের মোংলার মন্দিরগুলোতে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবেন।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে দিগরাজ সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসেন। এ সময় তিনি পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, সরকার ও নৌবাহিনীর প্রধানের নির্দেশে খুলনা অঞ্চলের আওতাধীন বিভিন্ন মন্দিরগুলোতে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। এতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। আশা করছি সকলে সুন্দরভাবে এ উৎসব পালন ও সম্পন্ন করতে পারবে।
উল্লেখ্য, এবার মোংলার ৩৪টি মন্দির-মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব।
আবু হোসাইন সুমন/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান