ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মানিকগঞ্জের গোলড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
গোলড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বিআরটিসি পরিবহনের একটি যাত্রবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আলুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাঝরাস্তায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। ফলে দুপুর ১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাস্থলের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
আধা ঘণ্টা পর রেকার পৌঁছে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বি.এম খোরশেদ/এসএস/এমএস