ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেগা প্রকল্প বাস্তবায়ন দাবিতে তিস্তার তীরে মশাল প্রজ্বলন

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

 

 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল উত্তরাঞ্চল। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচটি জেলায় একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিস্তা নদীর দুই তীরে আলো জ্বেলে প্রতিবাদের এই কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

কর্মসূচিতে বক্তৃতাকালে দুলু বলেন, ‌‘তিস্তাপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিচ্ছি। কখনো শোভাযাত্রা, কখনো অবস্থান কর্মসূচি, কখনো গণমিছিল বা স্মারকলিপি দেওয়া—সবই করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত আমাদের এই কান্নাকে সরকার আমলে নেয়নি। তিস্তা শুধু লালমনিরহাটের সমস্যা নয়, এটি দেশের জাতীয় সমস্যা।’

jagonews24

তিনি আরও বলেন, ‘রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা—এ পাঁচ জেলার ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে তিস্তা নদী আমাদের বুক ছিঁড়ে দিয়েছে। একসময় মায়ের মতো আপন ছিল এই তিস্তা, আজ সে-ই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

সরকারের সমালোচনা করে দুলু বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই মিলছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে রংপুর বিভাগের ১১টি স্থানে গণসমাবেশ হয়েছিল। পানিসম্পদ উপদেষ্টা গণশুনানি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ শুরুর, কিন্তু তা বাস্তবায়নের নামে হয়েছে প্রহসন। টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার হয়নি। কিছু উচ্চবিলাসী মানুষের পেটেই গেছে সেই টাকা।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর রংপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেওয়া হবে।’

দুলু আরও বলেন, ‘সরকার ধীরগতিতে কাজ করছে, আবার কেউ কেউ তিস্তা মহাপরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যারা এ পরিকল্পনার বিরোধিতা করছের, তারা দেশ ও জাতির শত্রু।’

মশাল প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী, জেলা বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক একে মমিনুল হক প্রমুখ।

সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

 

মহসীন ইসলাম শাওন/এসআর/জিকেএস