ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্যসহ আহত ৪

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৯ জুন ২০১৬

দিনাজপুরের বিরামপুরে ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে নবনির্বাচিত ইউপি সদস্যসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম (২৭), মঈনুল ইসলামের ছোটভাই রিপনের স্ত্রী জান্নাতুন ফেরদৌস মুন্নি (১৮), নছির উদ্দিন কবিরাজের ছেলে বুলন উদ্দিন কবিরাজ (৩৫) ও ছমির উদ্দিনের স্ত্রী জোছনা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবারের সদস্যরা জানায়, ইউপি নির্বাচনে প্রতিবেশী আফিজ উদ্দিন পরাজিত হয়ে তার প্রতিশোধ নিতে নবনির্বাচিত ইউপি সদস্য মঈনুল ইসলামের সঙ্গে বিরোধ করে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকাল সাড়ে ১০টায় ইউপি সদস্য মঈনুলের উপর হামলা চালায়।

এ সময় তাকে রক্ষা করতে বাড়ির অন্যান্য সদস্যরা গেলে তাদের উপরও হামলা করে। এক পর্যায়ে গুলি ছুড়লে তার একটি এসে ইউপি সদস্যের ছোট ভাই রিপনের স্ত্রীর গায়ে লাগে। গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।

এ বিষয়ে বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের খোঁজ খবর নেয়া হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। কিন্তু তারা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস

আরও পড়ুন