ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরা

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

মাগুরায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের আঠারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার মো. শহিদ গ্রুপ এবং মো. মোক্তার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মটবারি বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে মোক্তার গ্রুপের অন্তত পাঁচজন আহত হন। এরমধ্যে মেয়ের বাবা মো. শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাগুরা সদরের ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুই পক্ষের মধ্যে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম