ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে জাকসুর জিএস

শিক্ষার্থীদেরকে গ্যাং কালচার থেকে বেরিয়ে আসতে হবে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদেরকে গ্যাং কালচার থেকে বের হয়ে আসতে হবে। কোনোভাবেই গ্যাং কালচারে জড়ানো যাবে না।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জানা গেছে, মাজহারুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

মাজহারুল ইসলাম বলেন, ছাত্র অবস্থায় অনেকেই না বুঝে বিভিন্ন গ্যাং কালচারে জড়িয়ে পড়েন। এতে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। কোনোভাবেই গ্যাং কালচারে জড়ানো যাবে না। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।

তিনি বলেন, সাফল্য একদিনে আসে না। ধারাবাহিক পরিশ্রম, সততা ও ইতিবাচক চিন্তাই একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। শিক্ষাজীবনে নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে। ভালো কাজে উৎসাহিত হতে হবে। মন্দ কাজকে না বলা শিখতে হবে। আমার স্বপ্ন ছিল এবং আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছি। এজন্য কঠোর সাধনা ও অধ্যবসায় করতে হয়েছে। অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু আমি হাল ছাড়িনি।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে জাকসুর জিএস বলেন, অনেকেই বিভিন্ন অনৈতিক কাজের জন্য উৎসাহিত করবেন। তাদের মুখের ওপর না বলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। স্বপ্ন দেখতে হবে আকাশ সমান। আর শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য ছুটে চলতে হবে অনবরত।

এসময় নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন বলেন, যেদিন জাকসুর নির্বাচনে আমাদের সাবেক শিক্ষার্থী মাজহারুল জয়লাভ করেছে সেদিন গর্বে আমাদের বুক ভরে উঠেছে। আমরা চাই আমাদের মাজহারুলের মত আগামী দিনেও যাতে নোয়াখালী জেলা স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের নেতৃত্ব দেয়। আমাদের ছাত্র মাজহারুল আজকের তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার এ অর্জন বিদ্যালয়ের গৌরব বাড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরাও এ ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এনএইচআর/জিকেএস