হবিগঞ্জে ওজনে মিষ্টি কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জের নবীগঞ্জে মিষ্টির দোকানে ওজনে কম দেওয়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের দোকান থেকে মিষ্টি কিনেন। তখন মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে সাদমান এ ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতে বিষয়টি নিয়ে পুনরায় বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইআরকে/এমএস